Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী চায়না দূয়ারী জাল সহ যে কোন ফিক্সড ইঞ্জিন উৎপাদন, মজুদ, আমদানী, বাজারজাতকরণ, পরিবহন, নিজের অধিকারে রাখা, প্রদর্শন করা অথবা ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ।


শিরোনাম
পাবদা-কার্প চাষে ভাগ্য বদল
ডাউনলোড

জনাব এনামুল হক বাবুল, পিতা- আলহাজ্ব মোকছেদ আরী ফারাজী, মাতা- আলহাজ্ব কুলসুম বেগম, গ্রাম-বুইকারা, ডাকঘর-নওয়াপাড়া, উপজেলা- অভয়নগর, জেলা- যশোর একজন স্বনামধন্য মাছ চাষি। ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন কুলসুম এগ্রি ফার্ম । ঘেরের জলায়তন ৩.২১ হেক্টর।  দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন । ২০১৯ সালে মোট ৪ টি পুকুরে পাবদা ও কার্প্ জাতীয় মাছ চাষ করেছিলেন। পাবদার উৎপাদন ১১.২৫ মে.টন/হেক্টর এবং কার্প  জাতীয় মাছের উৎপাদন হয়েছে ৫.১০ মে.টন/হেক্টর। ২০১৯ সালে  মাছ উৎপাদন করেছে সর্বমোট ৫২.৪৮ মে.টন। যার আনুমানিক মূল্য ২০১৭৯০০০/- টাকা। ব্যয় হয়েছে মোট ১১৫৫০০০০/- টাকা। নীট লাভ ৮৬২৯০০০/- টাকা। তার সাফল্য দেখে এলাকার অনেক চাষি ও বেকার যুবক উদ্বুদ্ধ হয়ে পাবদা ও কার্প্ জাতীয় মাছের চাষ শুরু করছে। তার এই অবদান একদিকে যেমন বেকারত্ব দূর করে চলেছে অন্যদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে , যা প্রশংসনীয় ।