Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী চায়না দূয়ারী জাল সহ যে কোন ফিক্সড ইঞ্জিন উৎপাদন, মজুদ, আমদানী, বাজারজাতকরণ, পরিবহন, নিজের অধিকারে রাখা, প্রদর্শন করা অথবা ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ।


আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বিবিএস ২০২৪ অনুযায়ী দেশের মোট জিডিপি’র ২.৫৩ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র ২২.২৬ শতাংশ মৎস্যখাতের অবদান। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৬০ ভাগ আসে মাছ থেকে। বিগত তিন অর্থবছরে (২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪) মোট মৎস্য উৎপাদন ছিল ৪৭.৫৯, ৪৯.১৫, ৫০.১৮ লক্ষ মেট্রিক টন। (২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪)  ৭৪০৪৩, ৬৯৮৮০.৬০ ও ৭৭৪০৭.৯৪ মে.টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে যথাক্রমে ৫১৯১.৭৬, ৪৭৯০.৩৪ ও ৪৫৩১.৮৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে যথাক্রমে ২য় ও বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৫ম স্থান অধিকার করেছে (এফএও, ২০২৪)।